শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৩:১৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক : পেশাগত জীবনে ‘দুর্গা’ হতে পারলেও কোনও দিনই ‘কুমারী’ হতে পারেননি বলে ব্যথিত হয়েছেন কোয়েল মল্লিক।
মহাষ্টমীর সকাল থেকেই বাড়ির পুজোতে ছিলেন অভিনেত্রী। কল্যাণী পুজো থেকে নিয়ে পুষ্পাঞ্জলির পর কুমারী পুজোতেও ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং রানেও।
টলি অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা ছোটবেলাতে খুব চেয়েছিলেন অন্তত একবার কুমারী রূপে পূজিতা হতে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি তার। কুমারী পুজোতে অংশগ্রহণ করেছেন ঠিকই, তবে সেটা পূজারি হিসেবে। এবারও মল্লিক বাড়ির পুজোতে কুমারী পুজোয় অংশ নিয়েছেন কোয়েল।
ছোটবেলায় কুমারী সাজার সখ থাকলেও তা কোনও দিনই পূর্ণ হয়নি। বাড়ির পুজোয় বাড়ির মেয়েরা কুমারী হতে পারে না। তাই সেই সৌভাগ্য হয়নি।