শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০২:২০ পূর্বাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে গরিব অসহায়দের মাঝে ত্রাণ দেয়া হয় হরিরামপুর উপজেলার গোপিনাথপুর উজান পাড়া, শিবালয় ও দৌলতপুর উপজেলার জিয়ানপুর, পাচুটিয়া, বাঘুটিয়ার চরাঞ্চল নদী ভাঙ্গন এলাকার দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন সংগঠন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ। সেই সময় উপস্থিত ছিলেন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি জনাব মোঃ হাফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি মনির হোসেন সেন্টু ,সহ-অর্থ বিষয় সম্পাদক সাইফুল ইসলাম ও সিনিয়র সদস্য শেখ রাফি। সংগঠনের সভাপতি জনাব হাফিজুর রহমান হাফিজ জানান, প্রবাসীরা শত কর্মব্যস্তার মাঝেও দেশের সামাজিক দ্বায়বদ্ধতা এড়িয়ে যায়নি, দুস্থ-অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে, আমি মনে করি আমাদেরকে দেখে অন্যরাও যেন আগ্রহী হয়ে এরকম সেবামূলক কাজে সেচ্ছায় অংশগ্রহণ করবে।সেই সাথে সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর আলম জানান, দেশে গরিব অসহায় মানুষের পাশে সব সময় ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ সাধ্য মতো থাকার চেষ্টা করবে এবং আমাদের এই রকম সেবামুলক কাজ সব সময় অব্যহত থাকবে। এবং সেই সাথে সংগঠনের সকল সদস্যদের কে ধন্যবাদ জানিয়েছেন।