মঙ্গলবার রাত ৯টার দিকে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেছেন কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান।
নিহত কিশোর (১৬) ও কিশোরী (১৫) দুজনের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বড়বাইজদিয়া ইউনিয়নে। তারা স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে তারা।”
লাশের সুরতহাল শেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এদিকে, রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই শ্রেণির ওই ছাত্র-ছাত্রী প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে মেনে নেওয়া হবে না বলে ছড়িয়ে পড়ে।
“মঙ্গলবার সন্ধ্যায় মেয়েটির বাড়ি সংলগ্ন পুকুর পাড়ের নির্জন স্থানে দুজনে বিষপান করে অচেতন অবস্থায় পড়ে থাকে।”
পরে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সূত্রঃ বিডিনিউজ২৪.কম